কোটবাড়ীর জঙ্গিরা পালিয়েছে, চলছে বোমার খোঁজ

প্রকাশ : ৩১ মার্চ ২০১৭, ১৯:২৩

জাগরণীয়া ডেস্ক

কুমিল্লার কোটবাড়ীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে সোয়াটের অভিযানের পর ভেতরে কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম জানান, কোটবাড়ীর দক্ষিণ বাগমারার ওই তিনতলা বাড়ির ভেতরে বোমা থাকতে পারে- এমন ধারণা থেকে তল্লাশি চালানো হচ্ছে।

এর দুই দিন আগে ওই বাড়িটিকে ঘিরে ফেলার পর ৩১ মার্চ (শুক্রবার) বেলা ১১টায় সোয়াট ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা চূড়ান্ত অভিযান শুরু করেন, যার নাম দেওয়া হয় ‘অপারেশন স্ট্রাইক আউট’। 

এরপর বিকাল সাড়ে ৪টায় ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ওই বাড়িতে দুজন থাকতেন এবং তাদের মধ্যে একজন ঘেরাও করার সময় ভেতরে ছিলেন বলে বাড়িওয়ালার কাছে জেনেছিল পুলিশ। কিন্তু অভিযান চালিয়ে ভেতরে কাউকে পাওয়া যায়নি। কোনো প্রতিরোধের মুখেও পড়তে হয়নি।

শফিকুল ইসলাম জানান, ওই বাড়িতে একটি ব্যাগে অন্তত ছয়টি বোমা এবং দুটি সুইসাইড ভেস্ট আছে বলে অভিযানের আগে তথ্য পেয়েছিলেন তারা। এখন সেগুলো খুঁজে দেখা হচ্ছে। 

অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তির পর কুমিল্লার পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত