মেহেন্দীগঞ্জে নবদম্পতির মরদেহ উদ্ধার
প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১৬:৫০
মাত্র ১ মাস আগে বিয়ে হয়েছিলো তামান্না ও গিয়াসের। গিয়াস সৌদি প্রবাসী আর তামান্না মাত্র ১৪ বছরের কিশোরী। বিয়ের বয়স হবার আগেই এই বিয়ে আর বিয়ের একমাস যেতে না যেতেই লাশ হলেন তামান্না।
৩০ মার্চ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় বরিশালের মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানাধীন আজমপুর গ্রাম থেকে গিয়াস-তামান্নার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আজমপুর এলাকার রাজ্জাক মিয়ার মেয়ে তামান্নার সঙ্গে একই এলাকার সোহরাব উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিনের প্রায় একমাস আগে বিবাহ হয়। হিজলা মাউলতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তামান্না ইচ্ছে ছিলো পড়াশুনা করে নিজের পায়ে দাঁড়াবে।
এদিকে পুলিশ নিশ্চিত হতে পারেনি এটি আত্মহত্যা নাকি হত্যা।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ তালুকদার জানান, স্ত্রীর মরদেহ শয়নকক্ষের খাটের ওপর থেকে এবং স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।