ধর্ষণ থেকে বাঁচতে মদ্যপ ছেলেকে হত্যা
প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ০০:১১
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/03/30/image-7094.jpg)
টাঙ্গাইল সদর উপজেলায় ছেলে হজরত আলীকে (২৪) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন মা হালেমা বেগম (৪৮)।
২৯ মার্চ (বুধবার) ভোরে দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হজরত আলী ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ভূইয়া জানান, ২৯ মার্চ (বুধবার) ভোরে নেশা করে মাতাল অবস্থায় তার মাকে ধর্ষণের চেষ্টা করেন হজরত। এসময় মা হালেমা বেগম ঘরে থাকা কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ বেলা ১১টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় মা হালেমা বেগম স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলেও ওসি জানিয়েছেন।