আতিয়া মহলে চলছে চূড়ান্ত অভিযান (ভিডিও)
প্রকাশ : ২৭ মার্চ ২০১৭, ১৫:০০
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার ইসলাম ধর্ম অনুসারীদের জঙ্গি আস্তানা উস্তার মিয়ার বাড়ি আতিয়া মহল ঘিরে কমান্ডো অভিযান ‘অপারেশন টোয়ালাইট’ চলছে টানা বিস্ফোরণ আর গুলির মধ্য দিয়ে। সম্ভব হলে আজই অভিযান সমাপ্তের ঘোষণা দিতে চায় কর্তৃপক্ষ।
সেনা সূত্রগুলো সোমবারের (২৭ মার্চ) অভিযানকে অনানুষ্ঠানিক ভাবে চূড়ান্ত অভিযান হিসেবে আখ্যায়িত করছে। একই সাথে বিকেল ৫টার আগে মিডিয়াকে সংশ্লিষ্ট এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। দুর্বল করা হয়েছে মোবাইল নেটওয়ার্ক।
দায়িত্বরত কর্মকর্তারা জানাচ্ছেন, নব্য জেএমবির নেতা মুসা ছাড়াও সংগঠনের নতুন নেতৃত্ব থাকতে পারে আতিয়া মহলে। তবে যারাই থাকুক না কেন, তারা সবাই উচ্চ প্রশিক্ষিত ও বোমা ছোড়ায় বিশেষ দক্ষ।
এদিকে অভিযানকে কেন্দ্র করে রবিবার (২৬ মার্চ) জারি করা ১৪৪ ধারা এখনও বহাল আছে শিববাড়ি এলাকাকে ঘিরে তিন বর্গ কিলোমিটার এলাকায়।
উল্লেখ্য, শুক্রবার (২৪ মার্চ) ভোরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় আতিয়া মহলে জঙ্গি আস্তানার খবর পেয়ে অভিযান চালায় আইন-শৃঙ্খলাবাহিনী। এরপর থেকেই প্রথমে বাড়িটি এবং পরে পুরো এলাকা ঘিরে রাখা হয়। জঙ্গিদের আটক এবং জিম্মিদের মুক্ত করতে শনিবার (২৫ মার্চ) সকাল থেকে শুরু হয় অপারেশন টোয়ালাইট। শনিবার সন্ধ্যায় দু’দফা বোমা বিস্ফোরণে ২ পুলিশসহ ৬ জন নিহত হন। এছাড়া আহত হয়েছেন সাংবাদিক, পুলিশ ও র্যাব সদস্যসহ ৫০ জন।