২৬ মার্চ যে সব সড়ক বন্ধ থাকবে

প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ২৩:৪৬

জাগরণীয়া ডেস্ক

স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠানের জন্য ২৬ মার্চ ঢাকার কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত হবে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, সামরিক, আধাসামরিক, দেশি-বিদেশি কূটনীতিক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রপ্রতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন।

“উক্ত এলাকায় আগত অতিথিবৃন্দের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত গাড়ি চালক বা ব্যবহারকারীদের ওই দিন দুপুর ১২টা হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করছে পুলিশ বিভাগ।”

# জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস-রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহন ওই এলাকায় ঢুকতে পারবে।

# আহাদ বক্স থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।

# আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে।

# পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক অভিমুখে কোনো যানবাহন চলবে না।

# দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।

# শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল ক্রসিং, প্রেস ক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে বা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহার করবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত