আত্মঘাতী হামলাকারীকে ছেলে দাবি আমিরুনের
প্রকাশ : ১৮ মার্চ ২০১৭, ১৮:০৫
আশকোনায় বোমা হামলাকারী যুবককে ছেলে দাবি করেছেন পিরোজপুরের আমিরুন বিবি (৬০)।
১৮ মার্চ (শনিবার) আশকোনার র্যাব অস্থায়ী ক্যাম্পের সামনে এসে হামলাকারীকে নিজের ছেলে দাবি করলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পের ভেতরে নিয়ে যাওয়া হয়।
র্যাব সূত্রে জানা যায়, তিনি রাজধানীর দক্ষিণখানে চা বিক্রি করেন। ৫ দিন আগে তার ছেলে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করেন। পরে বোমা বহনকারী নিহত জঙ্গির ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে দেখে তার ছেলের সঙ্গে মিল পেয়ে ছুটে আসেন র্যাবের ক্যাম্পে।
এ বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, ওই নারী নিহত জঙ্গিকে তার ছেলে বলে দাবি করছেন। তবে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে জানানো হবে।
এর আগে ১৭ মার্চ (শুক্রবার) দুপুরে রাজধানীর উত্তরার আশকোনায় হাজি ক্যাম্পের পাশে র্যাবের অস্থায়ী ক্যাম্পের সামনে ওই হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটান। এতে হামলাকারী নিহত হন। আহত হন দুই র্যাব সদস্য।