আত্মঘাতী হামলাকারী জঙ্গির পরনে ছিলো কালো পাঞ্জাবি
প্রকাশ : ১৭ মার্চ ২০১৭, ২১:৩০
রাজধানীর আশকোনায় র্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলাকারী কালো পাঞ্জাবি পরিহিত ছিলো। অন্যান্য সময়ে কালো রঙের পাঞ্জাবি পরেই জঙ্গিরা হামলা চালিয়েছে।
বোমার বিস্ফোরণে ওই জঙ্গির শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে। হামলাকারী কোন জঙ্গিগোষ্ঠীর সদস্য তা এখনও জানতে পারেনি র্যাব।
১৭ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে ওই আত্মঘাতী হামলার প্রায় দুই ঘণ্টা পর দুপুর ৩টার দিকে এক ব্রিফিংয়ে হামলাকারী সম্পর্কে তথ্য দেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
ব্রিফিংয়ে মুফতি মাহমুদ বলেন, ‘আমাদের বাউন্ডারি ওয়ালের নিচে দিয়ে দুপুর ১টার দিকে অপরিচিত একজন প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এসময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে একটা বিস্ফোরণ হয়। তার সঙ্গে যে বোমা ছিল সেই বোমার বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
মুফতি মাহমুদ আরও জানান, ওই হামলাকারীর শরীরে ছিল কালো পাঞ্জাবি।
আত্মঘাতী এই হামলায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক।