কেরানীগঞ্জে দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ
প্রকাশ : ১৭ মার্চ ২০১৭, ১৫:৩৫
জাগরণীয়া ডেস্ক
ঢাকার কেরানীগঞ্জে ৫০ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
১৭ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা নারী বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে সেলাই মেশিন বিতরণ করে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী শাহজাহান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিলুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, শিক্ষা বিষয়ক কর্মকর্তা মাজেদা সুলতানা ও মাধ্যমিক শিক্ষা বিষয়ক কর্মকর্তা নিলুফার জাহান প্রমুখ।