হবিগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
প্রকাশ : ১৫ মার্চ ২০১৭, ১৯:৪৫
জাগরণীয়া ডেস্ক
হবিগঞ্জ সদর পৈল দেবপাড়া গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে ৫ম শ্রেণি পড়ুয়া শিশু ধর্ষণের শিকার হয়েছে।
মৌলভীবাজার সাতাল গ্রামের কোশু বৈধ্য এরং শেপু বৈদ্যের শিশু সন্তান মায়ের সাথে হবিগঞ্জ সদর পৈল দেবপাড়া গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে।
১৪ মার্চ (মঙ্গলবার) সকাল ১০টায় সেলাই করতে দেওয়া মায়ের ব্লাউজ আনতে পাশের বাড়ি যায়। ফেরার সময় সমুজ আলীর পুত্র মিজান মিয়া (২২) তার বাড়ির নিকটে দেবপাড়া বাজারে নিজের গ্যারেজে ডেকে নিয়ে জোরপূর্বক শিশু রুমাকে ধর্ষণ করে।
এসময় চিৎকারে শুনে আশেপাশের লোকজন রক্তাত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এসময় ধর্ষক মিজান পালিয়ে যায়।