ইডেন কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশ : ০৯ মার্চ ২০১৭, ১৩:০২

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর সরকারি ইডেন মহিলা কলেজের হোস্টেল থেকে জান্নাতুল ফেরদৌস জীবন (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জান্নাতুল রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের রিডিং রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধর করে পুলিশ। 

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের রিডিং রুমের ফ্যানে উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় জীবনকে। সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে সেই অবস্থায় পুলিশ  তার লাশ উদ্ধার করে।

এসআই আরো জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত