ইতি হত্যার বিচার দাবি প্রগতিশীল ছাত্রজোটের
প্রকাশ : ০৮ মার্চ ২০১৭, ২৩:৪৪
খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী ইতি চাকমা হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট।
৮ মার্চ (বুধবার) দুপুর ১টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জারুলতলার সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ধীষণ প্রদীপ চাকমার সঞ্চালনায় ও সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ফজলে রাব্বী,ছাত্র ফেডারেশনের সভাপতি কামরুল হাসান ও ছাত্র ফ্রন্টের আহ্বায়ক আইরিন সুলতানা।
সমাবেশে বক্তারা ইতি চাকমা হত্যার দ্রুত বিচারের দাবি জানান এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করে তনু, আফসানা, সবিতা, তুমাচিংসহ নারী নিপীড়ন ও নির্যাতনের সুষ্ঠু বিচার চান।