ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস পালন
প্রকাশ : ০৮ মার্চ ২০১৭, ১৭:৫৬
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/03/08/image-6557.jpg)
‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’-এ শ্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী দিবসে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ (বুধবার) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের যৌথ উদ্যোগে র্যালিটি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।
জেলা প্রশাসকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, আসমাউল হুসনা, মনিরা সুলতানা মনি।
এদিকে, দিবসটি উপলক্ষে জেলার গফরগাঁওয়ে একই সময়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ শঙ্কর কুণ্ডু।