‘পারিবারিক সহিংসতা রোধ না হলে নারীবান্ধব সমাজ গঠন অসম্ভব’
প্রকাশ : ০৮ মার্চ ২০১৭, ১৭:৪৫
জাগরণীয়া ডেস্ক
পারিবারিক সহিংসতা রোধ না হলে নারীবান্ধব সমাজ গঠন অসম্ভব বলে মন্তব্য করেছেন সিটি করপোরশেনের কাউন্সিলর লুৎফর নেছা বেবী দোভাষ।
৮ মার্চ (বুধবার) রাজাখালীর কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অতি দরিদ্রদের স্বাস্থ্যসেবা প্রকল্পের (এমসিপিপি) এক নারী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বেবী দোভাষ বলেন, নারীবান্ধব সমাজ গঠনে পরিবারের গুরুত্ব রয়েছে। যতদিন পর্যন্ত পারিবারিক সহিংসতা রোধ না হবে ততদিন নারীবান্ধব সমাজ গঠন সম্ভব নয়।
কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ বলেন, সৃষ্টিকর্তা নারী-পুরুষকে সমমর্যাদায় পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু সমাজ ব্যবস্থাই এ বৈষমের জন্য দায়ী। তাই সবাইকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জার্মান চিকিৎসক এ্যন্ডিয়া ও ফেলেক্স।
0Shares