রাজধানীতে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৩ মার্চ ২০১৭, ১৭:৩৯

জাগরণীয়া ডেস্ক

মিরপুরের পশ্চিম শ্যাওড়াপাড়ার একটি বাসা থেকে ইসতেফা জান্নাত রাখি (২১) নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ।

২ মার্চ (বৃহস্পতিবার) দিনগত রাত সোয়া ১টার দিকে রাখির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ৩ মার্চ (শুক্রবার) সকালে ঢামেক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

নিহত রাখি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক কবির হোসেনের মেয়ে।

রাখির বাবা কবির হোসেন জানান, তারা পশ্চিম শ্যাওড়াপাড়ার ৫৩ নং বাসায় ভাড়া থাকেন। রাখি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলো।

তিনদিন আগে রাখির মা তার ছোট মেয়ে মিমকে নিয়ে গ্রামের বাড়িতে যায়। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রাখিকে বাসায় রেখে অটোরিকশা নিয়ে বের হই। রাত সোয়া ১১টার দিকে বাসায় এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ।

অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি ফ্যানের সঙ্গে রাখির মরদেহ ঝুলছে। 

তাবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি তার পরিবার। 

মিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, পরিবারের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত