মাদারীপুরে বাসচাপায় নারীর মৃত্যু
প্রকাশ : ০২ মার্চ ২০১৭, ১৭:০০
জাগরণীয়া ডেস্ক
মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী রূপা মণ্ডল (৩১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তার স্বামী আনিস সরদার (৪০)।
২ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ মিয়া জানান, দুপুরে মোটরসাইকেলে করে নড়াইল থেকে শরীয়তপুর যাচ্ছিলেন রূপা ও আনিস। পথে কলাবাড়ি এলাকায় এলে বরিশাল থেকে ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রূপা নিহত হন। এসময় গুরুতর আহত হন আনিস। পরে স্থানীয়রা আনিসকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
0Shares