নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৩
জাগরণীয়া ডেস্ক
নেত্রকোনায় আলাদা দু’টি সড়ক দুর্ঘটনায় নারীসহ দু’জন মারা গেছেন। ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর ও সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জমির উদ্দিনের ছেলে কাশেম মিয়া (২৮) ও মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাগবাড়ি গ্রামের আনছু মিয়ার স্ত্রী শিউলী আক্তার (৩০)।
পুলিশ জানায়, সন্ধ্যায় শহরের সাতপাই এলাকায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী কাশেম মিয়া নিহত হন। এরআগে, দুপুরে ভ্যান ও নসিমনের সংঘর্ষে মারা যান শিউলী আক্তার।
নেত্রকোনা থানার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাঁন মোহাম্মদ আবু নাসের জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।