ডোমারে হিজড়ার গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশ : ০২ মার্চ ২০১৭, ১৬:৪৮
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/03/02/image-6376.jpg)
অজ্ঞাত পরিচয়ের (৩০) এক হিজড়াকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের বাঁধেরপাড় নামক গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার হয়।
১ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই হিজড়ার লাশ উদ্ধার করে জেলার মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করেছে।
ডোমার থানার ওসি মোকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে মহিলা পুলিশ লাশের সুরতহাল করার সময় হিজরার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।