২য় ময়নাতদন্ত প্রতিবেদন, তনুর বাবার প্রত্যাখ্যান
প্রকাশ : ১৩ জুন ২০১৬, ০০:৫৩
আলোচিত কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনকে ভুয়া ও বানানো বলে তা প্রত্যাখ্যান করেছেন তনুর বাবা ইয়ার হোসেন।
কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কামদা প্রসাদ সাহা নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড তাদের এই প্রতিবেদনে মৃত্যুর আগে তনুর ‘সেক্সুয়াল ইন্টারকোর্স’ হওয়ার কথা বলেছে। এর মাধ্যমে তারা ‘ধর্ষণ’ বোঝাচ্ছেন কি না- সাংবাদিকদের এই প্রশ্ন তারা এড়িয়ে গেছেন।
প্রতিবেদন দেওয়ার পর কামদা প্রসাদ সাহা সাংবাদিকদের বলেন, “যেহেতু দশ দিন পর ময়নাতদন্ত করা হয়েছে, মৃতদেহ পচা ছিল, দশ দিন পর পচা গলা মৃতদেহ থেকে নতুন করে কোনো ইনজুরি বোঝা সম্ভব হয়নি।”
তনুর মৃত্যুর কারণ নিশ্চিত হতে পুলিশকে আরও তদন্ত করার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।
এদিকে রবিবার তনুর বাবা সেনানিবাস বোর্ডের চতুর্থ শ্রেণির কর্মচারী ইয়ার হোসেন এই সম্পর্কে বলেন, “যেইটা বলছে, সেইটা ভুয়া বলছে, বানায়ে বলছে।”
ইয়ার হোসেন বলেন, চাকরির কারণে তাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার আগে অনুমতি নিতে হয়। এ কারণে তিনি বিস্তারিত কিছু বলতে পারছেন না।
তবে তনুকে হত্যার আগে ধর্ষণের আলামত পাওয়া গেছে জানিয়ে এ মামলার তদন্তকারী সংস্থা সিআইডি যে প্রতিবেদন দিয়েছে, সেটি ‘সঠিক’ বলে মনে করছেন ইয়ার হোসেন।
দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে তিনি বলেন, “আলতু ফালতু কথা কইয়া লাভ আছে?