তনু হত্যা: ৩ সেনাসদস্যকে জিজ্ঞাসাবাদ

প্রকাশ : ২৭ মে ২০১৬, ১১:৪২

জাগরণীয়া ডেস্ক

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনায় সেনানিবাস থেকে আলামত সংগ্রহকারী ও পুলিশে আলামত জমাদানকারী তিন সেনাসদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে সেনানিবাসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

সিআইডি কুমিল্লার একটি বিশ্বস্ত সূত্র বৃহস্পতিবার (২৬ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, তনুর মরদেহ উদ্ধারের পর বিভিন্ন আলামত পুলিশের কাছে সরবরাহ করেন এমন তিন সেনাসদস্যকে বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। সেনানিবাসে যাওয়া টিমে ছিলেন কুমিল্লা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার রায়, এএসপি জালাল উদ্দিন, মোজাম্মেল হক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক গাজী মো. ইব্রাহিম। 

সূত্র জানায়, মামলার তদন্তের স্বার্থে তিন সেনাসদস্যের বক্তব্য নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত