শিশু ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৩

জাগরণীয়া ডেস্ক

পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কাঁঠালিয়া গ্রামের এক বৃদ্ধ কর্তৃক ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অভিযুক্ত আসামি একই এলাকার মৃত হাফেজ উদ্দিন হাওলাদারে পুত্র ৬৫ বছরের বৃদ্ধ আব্দুল মালেক হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০ ফেব্রুয়ারি (সোমবার) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: ওয়ালিদ হোসেন জানান, গত ১৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে কাউখালী উপজেলার কাঁঠালিয়া গ্রামের পঞ্চগ্রাম দাখিল মাদ্রাসার ৪ শ্রেণির ছাত্রী ১০ বছর বয়সী এক শিশুকে একই এলাকার বৃদ্ধ আব্দুল মালেক হাওলাদার চকলেট আর বিস্কুট দেবার কথা বলে কাছের একটি বাগানে নিয়ে যায়। পরে সেখানে সে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় কয়েক জন এগিয়ে আসলে মালেক শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এরপর পরের দিন রবিবার কাউখালী থানায় শিশুটির মা বাদি হয়ে আব্দুল মালেক হাওলাদারকে আসামি মামলা দায়ের করে।

পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে একই উপজেলার পাড়-সাঁতুরিয়া গ্রামে আসামির মেয়ের শ্বশুর বাড়ি থেকে আব্দুল মালেক হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত