নওগাঁয় যুবকের ছোড়া এসিডে দগ্ধ গৃহবধূ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩৩

জাগরণীয়া ডেস্ক

নওগাঁ সদর উপজেলার মধ্যচকরামপুর গ্রামে প্রতিবেশী যুবকের ছোড়া এসিডে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন।

১৮ ফেব্রুয়ারি (শনিবার) রাত সাড়ে ১০টার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, কয়েক মাস আগে পাশের বাড়ির এক যুবকের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন ওই গৃহবধূ। শনিবার বিকেলে ধারকৃত টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু ওই যুবক দাবি করেন, সুদ বাবদ আরো কয়েক হাজার টাকা পাবেন তিনি। কিন্তু তিনি (গৃহবধূ) এই টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে ওই যুবক রাতে গৃহবধূর শয়নকক্ষে ঢুকে আলমারি ভেঙে কিছু টাকা ছিনিয়ে নেয়। এতে গৃহবধূর বাধা দিলে তার গায়ে এসিড ছুড়ে মারেন যুবক। পরে চিৎকার শুনে প্রতিবেশী লোকজন তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। এসিডে গৃহবধূর হাত ও পায়ের অনেক অংশ পুড়ে গেছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শামসুল আলম বলেন, এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি (রবিবার) সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত