রাণীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৫

জাগরণীয়া ডেস্ক

নওগাঁর রাণীনগরে মৌসুমি আক্তার (২০) নামের একগৃহবধূর রহস্যজন মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নানা রকম গুঞ্জন চলছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার দামুয়া গ্রামে।

স্থানীয় সুত্রে জানাগেছে, ওই গ্রামের স্বপন আলীর স্ত্রী মৌসুমির ছোট বোনের বিয়েকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বুধবার সকালে দন্দ-কলহ বাধে। এর পর বেলা সাড়ে ১১টায় জানালা দিয়ে প্রতিবেশির লোকজন গৃহবধূ মৌসুমির ঝুলন্ত লাশ দেখতে পায়। এর পর থেকে ওই পরিবারের শুধুমাত্র গৃহকত্রী খোদেজা বিবি ছাড়া বাড়ির সবাই পলাতক রয়েছে।

এ ব্যাপারে গৃহবধূর শ্বাশুড়ি খোদেজা বিবি সাংবাদিকদের জানান, পুত্রবধু মৌসুমির ছোট বোনের বিয়ে বৃহস্পতিবার। সেখানে বিয়ে খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একটু কথা কাটা-কাটি হয়েছে। সকালে সবাই একসাথে খাবার খেয়ে কাজে চলে গেলে গৃহবধূ তার ৯মাস বয়সি কন্যা সন্তানকে ঘুমানোর জন্য ঘড়ে ঢুকে দরজা লেগে দেয়। এর পর পরনের ওড়না ফ্যানের সাথে পিচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশী লোকজন এসে দরজা ভেঙ্গে লাশ নামায়।

গৃহবধূ মৌসুমির মামা জামাল হোসেন জানান, ছোট ভাগনির বিয়ে খেতে সকালে উপজেলার ছাতার দিঘী গ্রামে আসার কথা ছিল। মৃত্যুর প্রায় ১০/১৫ মিনিট আগেও আমার সাথে ফোনে কথা হয়েছে। এর কিছু পর তার মৃত্যুর সংবাদ আসে। ছোট ভাগনির বিয়ে খাওয়া নিয়ে দন্দে তাকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ পোষণ করছেন।

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, গৃহবধূ মৌসুমির বাবা সহ অন্যান্য আত্মীয়রা থানায় এসেছেন। তারা গৃহবধূকে হত্যা করা হয়েছে মর্মে সন্দেহ করছেন। তবে লাশ উদ্ধার করে ময়না তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে। বুধবার বিকেল পৌনে ৬টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌছায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত