‘প্রমাণ করেছি আমরা দুর্নীতি করিনি’

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৮

জাগরণীয়া ডেস্ক

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চ্যালেঞ্জ ছিল, প্রমাণ করেছি আমরা কোনো দুর্নীতি করিনি।

১৩ ফেব্রুয়ারি (সোমবার) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ কথা জানান তিনি। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, পদ্মাসেতুতে দুর্নীতির অভিযোগের বিষয়ে সে সময় প্রধানমন্ত্রী বলেছিলেন পদ্মাসেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। দুর্নীতির অভিযোগের বিশ্বব্যাংকের কাছে প্রমাণ চেয়েছিলেন। কিন্তু সে পর্যন্ত তারা কোনো প্রমাণ দিতে পারেনি। সর্বশেষ গত শুক্রবার কানাডার আদালতও পদ্মাসেতুতে কোনো দুর্নীতির প্রমাণ পায়নি।

পদ্মাসেতুতে কানাডার আদালত কোনো দুর্নীতি না পাওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে তাই প্রধানমন্ত্রীকে অভিনন্দনও জানিয়েছে মন্ত্রিসভা বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত