ইজিবাইকে ওড়না পেঁচিয়ে মেডিকেল ছাত্রীর মৃত্যু
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৮
জাগরণীয়া ডেস্ক
ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে খুলনার আদ্ব-দ্বীন মেডিকেল কলেজের নার্সিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফাতেমা খাতুন (২০) মারা গেছেন। ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত সাড়ে ৮টায় নগরীর বয়রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফাতেমা খুলনার ডুমুরিয়া উপজেলার শিবপুর গ্রামের জিহাদ গাজীর মেয়ে।
স্থানীয়রা জানান, ফাতেমা ইজিবাইকে সোনাডাঙ্গা থেকে বয়রার উদ্দেশে যাচ্ছিলেন। পথে তার ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম সোহেল ঘটনার সত্যতা স্বীকার করে জাগরণীয়াকে বলেন, ফাতেমার পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।