বিবস্ত্র করে ভিডিও ধারণ, পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৮
গোপালগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়ায় ওই ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে স্থানীয় সম্রাট মণ্ডল ও তার সহযোগীরা এ ঘটনা ঘটায় বলে ওই শিক্ষার্থী জানায়। বখাটেদের ভয়ে নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ করারও সাহস পাচ্ছে না।
এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে কোটালীপাড়া থানায় ওই ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।
ওই পরীক্ষার্থীর স্বজনরা জানান, ৫ ফেব্রুয়ারি (রবিবার) রাতে সে ঘরের বারান্দায় বসে পড়াশোনা করছিল। ঘরে ঘুমাচ্ছিলেন তার মা-বাবা। এসময় পিঞ্জুরী গ্রামের মাদকসেবী সম্রাট মণ্ডল এবং তার সহযোগী সজল বিশ্বাস ও মিঠু বসু তাকে তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। এ অপমান সইতে না পেরে রাতেই ওই স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
এদিকে, ভিডিওর ঘটনা ফাঁস করলে স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলেও হুমকি দেয় বখাটেরা। তাই এতোদিন বিষয়টি গোপন রেখেছিল ওই স্কুলছাত্রীর পরিবার।
স্কুলছাত্রী জানায়, পিঞ্জুরী গ্রামের শ্রীধাম মণ্ডলের ছেলে সম্রাট মণ্ডল দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হন। এতে সম্রাট ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটান।
বিষপানের পর প্রথমে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার উন্নতি হলে ফের তাকে ভর্তি করা হয় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বর্তমানে সে এখানে চিকিৎসাধীন রয়েছে।
ওই ছাত্রীর বাবা বলেন, এ ঘটনা ফাঁস করলে বখাটেরা আমাদের হত্যার হুমকি দেয়। তাই তাদের ভয়ে এতোদিন আমি থানায় অভিযোগ দায়ের করতে পারিনি। ঘটনার পর আমার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসএসসি পরীক্ষা দিতে পারছে না। আমি এ ঘটনার বিচার চাই।
কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, ওই ছাত্রীর বাবা বাদি হয়ে শুক্রবার বিকেলে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। দোষী ওই বখাটেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।