শরিকদের ডেকেছেন খালেদা
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৭, ১৯:৪৯
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/01/30/image-5718.jpg)
সার্চ কমিটিতে নাম দেওয়ার ব্যাপারে জোট শরিকদের সঙ্গে কথা বলবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শরিক দলগুলোকে সার্চ কমিটির কাছে কমন নাম প্রস্তাব করতে পরামর্শ দিয়েছে বিএনপি।
৩০ জানুয়ারি (সোমবার) বিকেলে নয়াপল্টনে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এই পরামর্শ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, গত শনিবার সার্চ কমিটি ৩১টি রাজনৈতিক দলের কাছে ৫ জনের করে নাম আহ্বান করেছে।
বৈঠক সূত্র জানায়, সার্চ কমিটির কাছে বিএনপি যেসব নাম পাঠাবে, সেগুলো আজ ৩০ জানুয়ারি (সোমবার) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ঠিক করা হবে। এই নামগুলোই জোটের শরিক দলগুলোর কাছেও পাঠিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে বৈঠকে অংশ নিয়েছিল ২০ দলীয় জোটের সাতটি দল। বিএনপি ছাড়াও অন্য দলগুলো হলো, খেলাফত মজলিস, এলডিপি, জমিয়তে উলামা ইসলাম, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ মুসলিম লীগ (কামরুজ্জামান), ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।