১২ বিশিষ্টজনদের পরামর্শ শুনল সার্চ কমিটি

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৭, ১৯:৪২

জাগরণীয়া ডেস্ক

সার্চ কমিটি আজ বিকেলে বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করেছে। এ সময় কমিশন গঠনের জন্য বিশিষ্টজনদের পরামর্শ শোনেন তাঁরা।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ জানান, ৩০ জানুয়ারি (সোমবার) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির সঙ্গে বিশিষ্ট নাগরিকদের মতবিনিময় শুরু হয়। তিনি আরো জানান, বৈঠকটি প্রায় দুই ঘণ্টা চলে। বৈঠকে আমন্ত্রণ পাওয়া ১২ জন বিশিষ্ট নাগরিকই উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘বিশিষ্টজনরা তাঁদের বক্তব্য তুলে ধরেছেন। সেগুলো আমরা রেকর্ড করে রেখেছি। তাঁদের প্রস্তাবগুলো একত্র করে বিবেচনায় নেওয়া হবে।’ 

তিনি আরো এছাড়া কমিটি আগামি ১ ফেব্রুয়ারি (বুধবার) আরো পাঁচ বিশিষ্ট নাগরিকের সঙ্গে কথা বলবে। মন্ত্রিপরিষদ বিভাগ নির্বাচন কমিশন গঠন বিষয়ে সাচিবিক দায়িত্ব পালন করছে।

মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, কমিটি নিয়ে আস্থার সংকট থাকলে এ নিয়ে এগুনো যাবে না। এছাড়া গণশুনানির পরামর্শ দিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত