ডাকটিকিট ও খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৭, ১৭:০৬

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আন্তর্জাতিক শুল্ক দিবস-২০১৭ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড উন্মোচন করেছেন।

বাংলাদেশ সচিবালয়ে ৩০ জানুয়ারি (সোমবার) সকালে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এই ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড উন্মোচন করেন। অনুষ্ঠানে একটি বিশেষ সীলমোহরও উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ডাক বিভাগ এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড ইস্যু করেছে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী ও বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক প্রভাস চন্দ্র সাহা উপস্থিত ছিলেন। 

আজ ঢাকার জিপিও থেকে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড বিক্রি শুরু হযেছে, যা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরসমূহেও পাওয়া যাবে। দেশের চারটি জিপিওতে বিশেষ সীলমোহরযুক্ত খাম বিক্রির ব্যবস্থা করা হয়েছে, যা উদ্বোধনী খাম হিসেবে ব্যবহার করা যাবে।

শোক প্রস্তাব
প্রয়াত মুক্তিযোদ্ধা মাহফুজুল বারীর মৃত্যুতে শোক প্রস্তাব করেছে মন্ত্রিসভা। আগরতলা মামলার আসামি হিসেবে বঙ্গবন্ধুর সঙ্গে কারাবরণকারী মাহফুজুল বারী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জানুয়ারি (সোমবার) রাজধানীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন
মন্ত্রিসভায় ২০১৬-১৭ সালের অক্টোবর-ডিসেম্বর মাসের মন্ত্রিসভা বৈঠক সম্পর্কে ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত