বাল্যবিয়ে প্রতিরোধের শপথ সহস্রাধিক শিক্ষার্থীর

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৭, ১৭:৫১

জাগরণীয়া ডেস্ক

বাল্যবিয়ে প্রতিরোধের শপথ নিল কুড়িগ্রামের সহস্রাধিক শিক্ষার্থীরা। শিশু নির্যাতন মুক্ত স্কুল গড়ি, যৌন হয়রানিকে না বলি- স্লোগানে শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বাল্যবিয়ে মুক্ত স্কুল ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে উলিপুর উপজেলার থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অবিভাবকদের সমাবেশে এ শপথ নেয় তারা।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন- উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, পৌর মেয়র তারিক আবু আলা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর আমিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা মো. নুরুল আমিন, প্লান বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহফুজার রহমান ও বেসরকারি সংস্থা মহিদেবের প্রকল্প সমন্বয়কারী ইস্ফাতুল কবির প্রমুখ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত