ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রী নিহত
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৭, ২১:০১
জাগরণীয়া ডেস্ক
গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ট্রাকচাপায় নাদিরা খাতুন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া উপজেলার হিজলবাড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে নাদিরা বেদগ্রামের শান্তিবাগ মহিলা মাদ্রাসার ছাত্রী।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহম্মেদ জানান, দুপুরে বেদগ্রাম এলাকায় মহাসড়ক পার হচ্ছিল নাদিরা। এ সময় রেললাইন নির্মাণ কাজে নিয়োজিত তমা গ্রুপের একটি ট্রাক নদিরাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।