সৌদি সফর অত্যন্ত ফলপ্রসূ: প্রধানমন্ত্রী
প্রকাশ : ০৮ জুন ২০১৬, ১৫:১১
‘সৌদি আরবে এবারের সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সৌদি আরবে বড় পরিবর্তন এসেছে। তারা বিনিয়োগে আগ্রহী।’
বুধবার (০৮ জুন) সৌদি সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ গত কয়েক বছরে ধারাবাহিকভাবে যে অর্থনৈতিক অগ্রগতি দেখিয়েছে, তা এখন ‘বিশ্বের কাছে বিস্ময়’।
তিনি বলেন, ‘আমরা মুসলমান হিসেবে সৌদি আরবকে ভিন্নভাবে দেখি। সেখানে কাবা শরিফের নিরাপত্তায় বাংলাদেশ সামরিক সহযোগিতা দিতেও প্রস্তুত।
তিনি আরোও বলেন, ‘সৌদি আরবে শুধু শ্রমিক নয়, আরোও দক্ষ লোক যেমন চিকিৎসক, প্রকৌশলী, নার্স পাঠানো হবে।’
সংবাদ সম্মেলনে লন্ডন সফর, বুলগেরিয়ায় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগদান, সৌদি আরব সফর, ওমরাহ পালন, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন শেখ হাসিনা।
সৌদি বাদশাহর আমন্ত্রণে ৫ দিনের সফর শেষে মঙ্গলবার (০৭ জুন) সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে গত মাসে দ্বিপক্ষীয় সফরে বুলগেরিয়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ফিরে জি-৭ আউটরিচ বৈঠকে যোগ দিতে যান জাপানে। সরকারের মন্ত্রিপরিষদের সদস্যদের পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তারা গণভবনে এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন। জাতীয় সম্প্রচার মাধ্যমগুলোতেও এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হয়।