‘গুপ্তহত্যায় জড়িতদের হাত কেটে ফেলা হবে’

প্রকাশ : ০৮ জুন ২০১৬, ১৩:০৮

জাগরণীয়া ডেস্ক

‘যারা গুপ্তহত্যা করছে তারা মনে করছে পার পেয়ে যাবে। গুপ্তহত্যা করে যারা দেশের মানুষের ক্ষতি করছে, পরিবারের ক্ষতি করছে, পাই-পাই করে এসব খুনের বিচার করা হবে। খুনিরা যেন ভুলে না যায় তাদেরও পরিবার আছে। একদিক থেকে যদি আঘাত আসে তাহলে অন্যদিক থেকেও আঘাত যেতে পারে। এটা কি তারা ভুলে যাচ্ছে? এসব হত্যায় জড়িতদের হাত কেটে ফেলা হবে।’

বুধবার (০৮ জুন) সকালে জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের এক সংসদ সদস্যের (এমপি) সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গুপ্ত হত্যাকারীরা মসজিদের ইমাম, গির্জা, প্যাগোডায় ধর্মযাজকদের হত্যা করছে। এমনকি শিক্ষককেও হত্যা করেছে। সম্প্রতি একজন পুলিশ অফিসারে স্ত্রীকে হত্যা করেছে, যা আগে কখনও দেখিনি। পুলিশের কাজ আইন-শৃঙ্খলা রক্ষা করা। যিনি (পুলিশ অফিসার বাবুল আক্তার) এই সন্ত্রাসের বিরুদ্ধে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন, তার স্ত্রীকে কী নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা  হলো। ছোট্ট শিশুর সামনে এ হত্যা করা হয়েছে।’

প্রধানমন্ত্রী আরোও বলেন, ‘সম্প্রতি যেসব গুপ্ত হত্যা হচ্ছে তার সবগুলোর প্যার্টান একই রকম। তার ঠিক একই জায়গায় কোপ দেয়, একই ভাবে গুলি করে মারে। একই কায়দায় এসব ঘটনা ঘটানো হচ্ছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত