নাসিক নির্বাচনে আইভীকে জাতীয় পার্টির সমর্থন

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৯

জাগরণীয়া ডেস্ক

নাসিক নির্বাচনে জাতীয় পার্টি মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফ্রিংয়ে এ ঘোষণা দেওয়া হয়।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, আব্দুস সবুর, হাজী সাইফুদ্দিন আহম্মেদ লিমন, নুরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার প্রমুখ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী বলেন, ‘আইভী নারায়ণগঞ্জের অনেক উন্নয়ন করেছেন। তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আইভীকে সমর্থন দিয়েছেন। নারায়ণগঞ্জে জাতীয় পার্টির অনেক নেতাকর্মীরা রয়েছেন। আমি সবাইকে আওয়ামী লীগের প্রার্থী আইভীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।’

পরে জাতীয় পার্টির নেতারা নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় আইভীর পক্ষে লিফলেট বিতরণ ও ভোট চান।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত