চট্টগ্রামে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৪:১৪

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রামে আগুনে পুড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) সকালে নগরীর বাকলিয়া থানার শাহজিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সৈয়দ আহাম্মদ (৩৬) ও তার স্ত্রী রিনা আক্তার (২৮)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ জানান, শনিবার গভীর রাতে শাহজিপাড়ায় ভাড়া বাসায় বসবাসকারী সৈয়দ আহাম্মদ দম্পতির ঘরে আগুন লাগে। ঘুমের মধ্যে থাকায় দ্রুত বাসা থেকে বের হতে না পারায় তারা অগ্নিদগ্ধ হন। 

সকালে আশঙ্কাজনক অবস্থায় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আগুন লাগার কারণ জানা যায়নি।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত