৮ জানুয়ারি খাদিজার সাক্ষ‌্যগ্রহণ

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৬, ০১:২৪

জাগরণীয়া ডেস্ক

মৃত‌্যুর মুখ থেকে ফিরে আসা কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস এর তারই হত্যাচেষ্টা মামলায় সাক্ষ‌্য শোনার জন‌্য ৮ জানুয়ারি দিন ধার্য করেছে সিলেটের আদালত।

বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এই দিন ঠিক করে দেন বলে অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান জানান।

গত ৫ ডিসেম্বর আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওই দিন ১৭ জন ও ১১ ডিসেম্বর আরও ১৫ জনের সাক্ষ্য শোনে আদালত। খাদিজার সাক্ষ‌্য শোনা হলে এ মামলায় বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হবে বলে অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান জানান।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথার খুলি ভেদে করে মস্তিষ্ক জখম হয়। 

খাদিজার ওপর হামলাকারী বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। তাকে ঘটনাস্থল থেকে ধরে তখনই পুলিশে দেয় জনতা।

ঘটনার পরদিন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে শাহপরাণ থানায় হত‌্যাচেষ্টার মামলা করেন। বদরুলকে বিশ্ববিদ্যালয় ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত