ঝিনাইদহে স্কুলছাত্রীর বাল্য বিবাহ বন্ধ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৬, ১৭:০৯
জাগরণীয়া ডেস্ক
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তার নির্দেশে ৮ম শ্রেনীর ছাত্রী শিলার বাল্য বিয়ে বন্ধ হল। শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ছাদেকুর রহমান পারশ্রীরামপুর গ্রামের অষ্টম শ্রেনীতে পড়ুয়া মেয়ে শিলার (১৪) বাল্য বিয়ের খবর পান।
নির্বাহী অফিসার এ খবর পেয়ে থানা পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে মেয়ে পরিবারের লোক জনের সাথে কথা বলেন। বাল্য বিয়ে সম্পর্কে তাদের কে অবহিত করান ও বাল্য বিয়ে আইনগত অপরাধসহ নানা ধরনের বিষয়ে তাদেরকে অবহিত করান।
এ সময় মেয়ের বাবা আঃ সেলিম ও মেয়ের চাচা আব্দুল আলিম উভয়ের কাছ থেকে ১,০০০/- টাকা করে মোট ২,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে মেয়েকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে যাতে বিবাহ না দিতে পারেন সে বিষয়ে অঙ্গিকারনামা নেওয়া হয়।