'শান্তিময় নারায়ণগঞ্জ গড়তে কাজ করছি'

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৬, ১৮:১৮

জাগরণীয়া ডেস্ক

গত ৫ বছরে প্রতিশ্রুতি মতো সিটি করপোরেশনের ৮০ ভাগ কাজ সম্পন্ন করেছেন বলে দাবী করছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী।

রোববার (১১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দরের ২৬ নং ওয়ার্ডে ভোট চেয়ে গণসংযোগ করেন আইভী। গণসংযোগ কালীন সময়ে তিনি এই দাবী করেন। 

তিনি বলেন, আমি ৫ বছরে ২৭ টি ওয়ার্ডে ৭০ থেকে ৮০ ভাগ কাজ সম্পন্ন করেছি। ৫ বছরে সকল কাজ করা সম্ভব নয়, অনেক উন্নয়নমূলক কাজ এখনো চলমান রয়েছে। যদি আগামীতে জয়ী হয়ে আসতে পারি বাকি কাজগুলো সম্পন্ন করে করবো।

আইভী আরও বলেন, অনেক রাস্তার কাজ শেষ করেছি, অনেক কাজ চলমান রয়েছে আপনারা আমাকে আবার নির্বাচিত করলে সেগুলো সম্পন্ন করবো। উন্নয়নের ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করিনি করবোও না। একটি শান্তিময় নারায়ণগঞ্জ গড়তে আমার কাজ আমি করে যাবো।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত