প্রধানমন্ত্রীর ভারত সফর ‘স্থগিত’
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ভারত সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে এই তথ্য জানার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের কাছ থেকেও একই খবর পাওয়া যায়।
আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও আগামী ১৮ ডিসেম্বর শেখ হাসিনার নয়া দিল্লি সফরে যাচ্ছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়ে আসছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শেখ হাসিনার এই সফর হওয়ার কথা ছিল। মোদী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রথম সফরের পর তার জমানায় শেখ হাসিনার এটাই হওয়ার কথা ছিল দ্বিপক্ষীয় প্রথম সফর।
কিন্তু বৃহস্পতিবার নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “এই সফরটি স্থগিত হয়েছে। আমরা এখন সফরের নতুন দিনক্ষণ ঠিক করতে কাজ করব”।
তবে কী কারণে সফরটি হচ্ছে না, সে বিষয়ে কেউ কিছু বলতে চাননি।