স্বামীর আত্মহত্যায় স্ত্রীর হার্ট অ্যাটাকে মৃত্যু
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৬
জাগরণীয়া ডেস্ক
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামে স্বামীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে হার্ট অ্যাটাকে মারা গেলেন স্ত্রী। তাদের চার সন্তান রয়েছে।
আজ শনিবার সকালে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর এবং ঘরের মেঝে থেকে স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- গিয়াস উদ্দিন (৪০) এবং তার স্ত্রী জেসমিন বেগম (৩২)।
জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, গিয়াস উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতের কোনো এক সময় তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। স্বামীর ঝুলন্ত লাশ দেখে স্ত্রী জেসমিন বেগম হার্ট অ্যাটাকে মারা যান।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
0Shares