রোহিঙ্গা নির্যাতনের নিন্দা বার্নিকাটের
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৬, ১৬:৫০
জাগরণীয়া ডেস্ক
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট মায়ানমারে রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়েছেন।
সেমাবার (২৮ নভেম্বর) ধানমন্ডির মাইডাস সেন্টারে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকে এক প্রশ্নের জবাবে বার্নিকাট জানান, রোহিঙ্গা সমস্যার সমাধানে স্বচ্ছ ও আনুষ্ঠানিক তদন্ত প্রয়োজন। রাখাইন রাজ্যে মায়ানমারের সাম্প্রতিক সেনা অভিযানে পর সেখানে কী ঘটছে কেউ কিছু জানে না বলে মনে করেন মার্শা বার্নিকাট। আন্তর্জাতিকভাবে মায়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট বাংলাদেশ (ডিক্যাব)-এর সভাপতি আঙুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক পান্থ রহমান।