রোহিঙ্গাদের জন্য সীমান্ত খোলার ইউএনএইচসিআর’র আহ্বান

প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৬, ১৭:০৯

জাগরণীয়া ডেস্ক

মিয়ানমারে দমন অভিযানের মুখে পালাতে থাকা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। 

ইউএনএইচসিআর’র মুখপাত্র আড্রিয়ান এডওয়ার্ডস শুক্রবার (১৮ নবেম্বর) জেনেভায় সাংবাদিকদের জানান, আমরা বাংলাদেশ সরকারের প্রতিও আবেদন জানাচ্ছি মিয়ানমারের সঙ্গে তাদের সীমান্ত খোলা রাখা এবং সেখানে সংহিসতার মুখে পালিয়ে আসা বেসামরিক মানুষদের নিরাপদে ঢুকতে দেওয়ার জন্য।

বাংলাদেশ লাগোয়া মিয়ানমারের এই রাজ্যটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সামরিক অভিযানে শতাধিক মানুষের প্রাণ হারিয়েছে। অভিযানের মুখে পালাতে থাকা রোহিঙ্গাদের অনেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টার প্রেক্ষাপটে সম্প্রতি সীমান্তে বাড়তি বিজিবি মোতায়েন করা হয়েছে। বাংলাদেশে প্রবেশের চেষ্টাকারী অনেককে মিয়ানমারে ফেরত পাঠানোর কথা জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। 

ইউএনএইচসিআর’র মুখপাত্র মিয়ানমার সরকারকে তার দেশের সব মানুষের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বলে সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত