১৬তম সংশোধনী বাতিলের রায় নিষ্পত্তির আবেদন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৬, ১৯:১৪
জাগরণীয়া ডেস্ক
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ আবেদন করেন।
মনজিল মোরসেদ জানান, আগামীকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) আবেদনটির শুনানির দিন নির্ধারণের জন্য আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হবে।
এর আগে গত ১১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ, বাতিল ও সংবিধান পরিপন্থী ঘোষণা করে দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
গত ১০ মার্চ মামলাটির চূড়ান্ত শুনানি শেষে ৫ মে সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা করেন।