বর্ষবরণে যৌন হয়রানি মামলার রিপোর্ট দাখিল ২৮ নভেম্বর

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৬, ১২:৫০

জাগরণীয়া ডেস্ক

আগামী ২৮ নভেম্বর বর্ষবরণে যৌন হয়রানি মামলার পুনঃতদন্ত রির্পোট দাখিলের জন্য  নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

সোমবার (০৭ নভেম্বর) এ মামলায় পুনঃতদন্ত রির্পোট দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশের নতুন তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) রির্পোট দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস রির্পোট দাখিলের জন্য ২৮ নভেম্বর(সোমবার) পরবর্তী দিন ধার্য করেছেন।

এ নিয়ে  পিবিআই ১০ বার রির্পোট দাখিলের জন্য সময় নিয়েছে।   

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এক আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেন।

গত বছর পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির এই মামলায় আট আসামিকে শনাক্ত করেছিল পুলিশ। তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়। শনাক্ত আসামিদের মধ্যে মোঃ কামাল গ্রেপ্তার হলে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মামলাটি পুনঃতদন্তের আবেদন করা হয়।

২০১৫ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানি করা হয়। যৌন হয়রানির শিকার কেউ মামলা না করায় পুলিশ বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত