ছাত্রীকে উত্ত্যক্ত করায় শিক্ষকের কারাদণ্ড
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৭:৪১
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2016/10/25/image-3467.jpg)
সুনামগঞ্জের জামালগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ওই শিক্ষকের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়।
ওই শিক্ষকের নাম মোস্তফা রকিব ভূঁইয়া (২৭)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জামালগঞ্জের ইউএনও তসলিমা আহমদ পলি জানান, দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করলে ওই ছাত্রী সোমবার আমার কাছে এসে লিখিত অভিযোগ দেয়। তার অভিযোগের ভিত্তিতে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত শিক্ষককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।