দ্রুত উন্নতির পথে খাদিজা

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ২০:১৩

জাগরণীয়া ডেস্ক

খাদিজার শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। তিনি বিছানা ছেড়ে হুইল চেয়ারে বসতে পারছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকার স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা এ কথা জানান। 

খাদিজার দ্রুত উন্নতি হচ্ছে জানিয়ে হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিকাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন বলেন, তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। আজ হাসপাতালের নার্সরা তাকে হুইল চেয়ারে করে ঘুরিয়েছেন।

তিনি আরও বলেন, শ্বাস-প্রশ্বাসের জন্য খাদিজার গলায় যে যন্ত্র ও নল স্থাপন করা হয়েছিল তা বুধবার খুলে নেওয়া হয়েছে। সে এখন স্বাভাবিকভাবেই নিঃশ্বাস নিতে পারছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় খাদিজাকে, যাতে খুলি ভেদ করে তার মস্তিষ্কও জখম হয়।

হামলার পর ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ৪ অক্টোবর বিকালে খাদিজার অস্ত্রোপচার হয়। তখন থেকে লাইফ সাপোর্টে ছিলেন খাদিজা। অবস্থার উন্নতি হওয়ায় গত ১৩ অক্টোবর তার লাইফ সাপোর্ট খোলা হয়।

এরপর আঘাতে ‘মাসল চেইন’ কেটে যাওয়া তার ডান হাতে অস্ত্রোপচার করা হয় ১৭ অক্টোবর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত