ইলা মিত্রের জন্ম বার্ষিকীতে স্মৃতি সংরক্ষণের দাবি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১৮:২৫

জাহিদুর রহমান তারিক

তেভাগা আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ৯১তম জন্ম বার্ষিকীতে স্মৃতি সংরক্ষণের দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদ এ কর্মসূচী পালন করে।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি গৌতম বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, সাবেক অধ্যক্ষ সুশেন্দ্র কুমার ভৌমিক, উপাধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য সচিব সুমন শিকদারসহ অনেকে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।

এ সময় বক্তারা ইলা মিত্রের পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের বাড়ী অবৈধ দখলদারদের হাত থেকে উচ্ছেদ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 

এর আগে সকালে ৫টি দাবী সম্বলিত একটি স্মারকলিপি ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের নিকট প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত