শিক্ষকের বেত্রাঘাত, অপমানিত স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১৫:২৪
শিক্ষকের বেত্রাঘাতে অপমানিত ৮ম শ্রেণির ছাত্রী তানিয়া আক্তার বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। কুমিল্লার বুড়িচং উপজেলায় এই ঘটনা ঘটে।
তানিয়া বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের শহিদ উল্লাহর মেয়ে।
তানিয়ার মা জোসনা আক্তার জানান, বুড়িচং উপজেলার ভারেল্লা শাহ নুরুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তানিয়া। তুচ্ছ বিষয় নিয়ে সোমবার দুপুরে স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান তাকে স্কুলে বেদম বেত্রাঘাত করে। বেত্রাঘাতের অপমানে তানিয়া পাশের বাজার থেকে বিষ এনে স্কুলে এসে খেয়ে ফেলে। তাকে প্রথমে স্থানীয় ক্লিনিক পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যায় তানিয়ার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় নেয়ার পথে রাত ১০টার দিকে তানিয়ার মৃত্যু হয়।
বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, শিক্ষকের বেত্রাঘাতে স্কুলছাত্রী তানিয়া আক্তার বিষপানে আত্মহত্যার মৌখিক অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তার পরিবার কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।