পারিবারিক হতাশায় হত্যা ও আত্মহত্যা

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ২২:৪৭

জাগরণীয়া ডেস্ক

'পারিবারিক হতাশা'র কারণে আট বছরের মেয়েকে শ্বাসরোধে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সিরাজগঞ্জের এক ব্যক্তি।

মৃতরা হলেন- সিরাজগঞ্জ পৌর শহরের শহীদগঞ্জ এলাকার আব্দুল মজিদের ছেলে সেলিম আহম্মেদ (৩৫) এবং তার মেয়ে সোহা।

শুক্রবার দুপুর ১২টায় শহরের শহীদগঞ্জ এলাকার বাড়ি থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয় বলে সদর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানিয়েছেন।

সেলিমের ছোট ভাই মাহমুদুল আলম সম্রাট জানান, "সোহার জন্মের পর পরই তার মা আনোয়ারা পারভিন রুমি তার ‘প্রেমিকের’ সঙ্গে চলে যান। এরপর সেলিমকে ডিভোর্স দেন তিনি। এ ঘটনায় সেলিম বড় ধরনের আঘাত পায়”।

সম্রাট বলেন, “গত দুদিন ধরে পারভিন ও তার বাবার সঙ্গে মোবাইল ফোনে সেলিমের কথা কাটাকাটি চলছিল। বৃহস্পতিবার রাতেও তাদের সঙ্গে সেলিমের বাকবিতণ্ডা হয়।”

এতে হতাশ হয়েই তার ভাই সেলিম মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তিনি।

একই ধারণার কথা জানিয়েছে পুলিশও।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত