রিশা হত্যায় ওবায়েদের স্বীকারোক্তি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৩
ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এ ঘটনায় হওয়া মামলার একমাত্র আসামি ওবায়েদুল খান।
আদালতের নারী ও শিশু নির্যাতন মামলার সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্তা এসআই মিজানুর রহমান জানান, মহানগর হাকিম আহসান হাবিব তার নিজের কামরায় ওবায়েদের জবানবন্দি নেওয়ার পর তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ছয় দিনের রিমান্ড শেষ হওয়ার একদিন আগে সোমবার ওবায়েদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
তিনি বলেন, “জবানবন্দীতে ওবায়েদ হত্যার পূর্বাপর সবিস্তার বর্ণনা করে নিজেকে হত্যাকারী হিসেবে স্বীকার করেন।”
উল্লেখ্য, গত ২৪ আগস্ট স্কুলের সামনের ফুটওভারব্রিজে ছুরিকাঘাতে আহত হয় ঢাকার উইলস লিটল ফ্লাওয়ারের অষ্টম শ্রেণির ছাত্রী রিশা (১৪)। তিনদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ওই ঘটনায় রিশার মা তানিয়া বেগম রমনা থানায় একটি মামলা করেন, যাতে এলিফ্যান্ট রোডের বিপণি বিতান ইস্টার্ন মল্লিকার বৈশাখী টেইলার্সের কর্মী ওবায়েদকে আসামি করা হয়।