যৌতুকের জন্য নির্যাতন করায় স্বামীর শাস্তি দাবি

প্রকাশ : ১৬ মার্চ ২০২০, ১৯:০৫

জাগরণীয়া ডেস্ক

যৌতুকের জন্য ঝালকাঠিতে দপদপিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা মারুফা আক্তার পপিকে কুপিয়ে জখমের ঘটনায় স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তিমিরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ। ১৬ মার্চ (সোমবার) সকালে জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্টে এ মানবববন্ধন করা হয়।

মানববন্ধনে যৌতুক লোভী স্বামী নুরে আলমের বর্বরোচিত হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন দপদপিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও স্কুল শিক্ষিকা মারুফা আক্তার পপির বাবা আয়ুব আলী হাওলাদার, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খান, মুক্তিযোদ্ধা এ টি এম জিন্নআত আলী, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিকদার, মুক্তিযোদ্ধা আবুল বাশার হাওলাদার প্রমুখ।

প্রসঙ্গত, ১৩ মার্চ (শুক্রবার) বিকেল ৪টায় ঝালকাঠির নলছিটি উপজেলার স্কুল শিক্ষিকা মারুফা আলম পপিকে কুপিয়ে আহত করেন তার স্বামী নুরে আলম। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পপির স্বামী ও একই এলাকার আব্দুল ওহাব খানের ছেলে নুরে আলমকে আটক করে নলছিটি থানা পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত